প্রথম খুতবা

সূচনা

الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله

فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده

ورسوله، صلى الله عليه وعلى آله وسلم.

قال تعالى : ﴿ يَأَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ، وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ ﴾ آل عمران : ۱۰۲

وقال تعالى: ﴿ يَأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً

وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا ﴾ النساء : 1

وقال تعالى: ﴿ يَتَأَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا * يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ

وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا ) الأحزاب : ۷۰ - ۷۱

অতপরঃ

হে সম্মানিত মুসলিম! আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার কিতাব 'আল কুরআন' হচ্ছে মহাসত্য বানী। মুহাম্মাদ এর আদর্শ হচ্ছে শ্রেষ্ঠ মতাদর্শ। এর বিপরীতে, সর্ব নিকৃষ্ট কাজ হচ্ছে দ্বীন আল ইসলামের মাঝে বিদ'আত বা নতুন বিষয়ের আবিষ্কার আর সংযোজন। এ হল স্পষ্ট ভ্রষ্টতা, যার পরিনাম জাহান্নাম!

জুমা'আয় আগত প্রিয় মুসলিম! পবিত্র কুর'আনের তেইশ নম্বর সুরা হল আল মু'মিনুন বা ঈমানদারগণ বা The Believers! চল্লিশ নম্বর সুরা হল আল মু'মিন বা ঈমানদার বা The Believer! একটা সুরা একবচনে আর অপরটি বহুবচনে নামকরন করা হয়েছে। আছছা, বলুন তো দেখি, আল্লাহর কোন নাম প্রকাশের ফলে আপনি আশা করেন যে আপনি একজন মু'মিন হতে পেরেছেন? ভূমিকম্প, আগুন, বন্যা, আপনার ব্যবসায়িক পণ্য ধ্বংসের আশঙ্কা ও উদ্বেগ, আপনার চাকুরী চলে যাওয়ার ভয়, অথবা বেআইনি ভাবে থাকার কারণে এই দেশ থেকে আপনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিবে ইত্যাদি দুশ্চিন্তা থেকে আল্লাহর কোন নামের কারণে মুক্ত থাকেন? সেই সুন্দরতম নামটি হল আল- মু'মিন! আজকের জুমা'র সংক্ষিপ্ত খুৎবার আলোচনার বিষয় হল আল্লাহ আযযা ওয়া জাল এর এই মহান নাম আল মু'মিন।

ভাষাগত ভাবে আল মু'মিনঃ মূল আরবী ক্রিয়া 'হামযা-মিম-নুন' যার ধ্রুপদী আরবী অভিব্যক্তি সমুহের মধ্যে অন্যতম হলঃ সুরক্ষিত, নিরাপদ, শান্ত থাকার ভয় থেকে মুক্ত হওয়া, সুরক্ষা দেওয়ার জন্য প্রশান্তি, বিশ্বস্ত হওয়ার জন্য সুরক্ষা, বিশ্বাসযোগ্য ইত্যাদি। এই ক্রিয়ামুলে শব্দটি প্রায় ৮৭৯ বার পবিত্র কুরআনে উল্লেখিত হয়েছে।

কুরআন - হাদিসে আল মু'মিন পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা নিজেই বলেন যে তিনি আল মুমিনঃ ৫৯:২৩ هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ نَّ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلْمُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبَرُ سُبْحَنَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ - তিনিই আল্লাহ; যিনি ছাড়া কোন ইলাহ নেই, তিনিই বাদশাহ, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তাদানকারী - ঈমান প্রবিষ্টকারী, রক্ষক, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত, তারা যা শরীক করে তা হতে পবিত্র মহান। ৪৬:১৩ إِنَّ الَّذِيْنَ قَالُوا رَبُّنَا اللهُ ثُمَّ اسْتَقَامُوا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ নিশ্চয় যারা বলে, 'আমাদের রব আল্লহ' অতঃপর অবিচল থাকে, তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। ২৪:৫৫ তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদেরকে এ মর্মে ওয়াদা দিয়েছেন যে, তিনি নিশ্চিতভাবে তাদেরকে যমীনের প্রতিনিধিত্ব প্রদান করবেন, যেমন তিনি প্রতিনিধিত্ব প্রদান করেছিলেন তাদের পূর্ববর্তীদেরকে এবং তিনি অবশ্যই তাদের জন্য শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত করবেন তাদের দীনকে, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন এবং তিনি তাদের ভয়-ভীতি শান্তি-নিরাপত্তায় পরিবর্তিত করে দেবেন। তারা আমারই ইবাদাত করবে, আমার সাথে কোন কিছুকে শরীক করবে না। আর এরপর যারা কুফরী করবে তারাই ফাসিক। আল-বায়ান।


লেখকঃ আবু আমনুন সায়্যিদ।

সম্পূর্ণ লেখা পড়তে "DOWNLOAD PDF" বাট্‌নে এ ক্লিক করুন।